27/04/2017
১। বাড়ি কোথায়?
২। নওগাঁর বিখ্যাত ব্যক্তিদের নাম বল।
৩। নওগাঁ কীসের জন্য বিখ্যাত?
[আগে গাঁজার জন্য ছিল, এখন রাইস মিলের জন্য, গাঁজার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল, আমিও তাদের সাথে হাসিতে যোগ দিলাম :v]
৪। নওগাঁয় কয়টা উপজেলা? নাম বলতে পারবা?
৫। দেশের সর্ব উত্তর ও দক্ষিণের জেলা কী কী?
৬। সমুদ্র উপকলবর্তী জেলাগুলোর নাম বল।
৭। দেশের পশ্চিম ও পূর্ব দিকের জেলা কী কী?
আর একজন-
৮। প্রোজেক্ট বা প্রকল্প কাকে বলে?
৯। প্রোজেক্ট করতে কী কী লাগে?
[আমি বলছি উদ্দেশ্য স্থির করা, ক্যাপাসিটি, রিসোর্স, ম্যানেজমেন্ট; উনি বলছে তিনটা জিনিস লাগে, প্ল্যানিং, টাকা আর উদ্দেশ্য]
টেকনিক্যাল পার্সন-
১০। রিটেন কেমন হইছে? ঐখানে কী কী প্রশ্ন ছিল মনে আছে? [২টা বললাম]
১১। ২য়টার উত্তর জিজ্ঞেস করল (জেনারেটর সিনক্রোনাইজ করার শর্ত, আসলে এইটা ছিল কিনা মনে নাই, কোন এক পরীক্ষায় আসছিল, বলে দিছি)
১২। তাইলে সব পারছ, কোনটা ভুল কর নাই? (কোনটা কোনটা ভুল করছি বললাম, ঐটার সঠিক উত্তর কী হবে জিজ্ঞেস করল, বললাম)
[অন্যরা বলল, আর বেশি সময় নাই, তাড়াতাড়ি শেষ করেন]
১৩। একটা জেনারেটরের desired frequency র চেয়ে টারবাইনের স্পিড কম, তাহলে ঐ frequency পেতে জেনারেটরে কী করা লাগবে?
ওকে ধন্যবাদ, তুমি এখন আসতে পার।
শুরু থেকে শেষ পর্যন্ত ৫ জন ৫ বার জিজ্ঞেস করছে, কোথাও জব কর? বারবার এই অ্যান্সার দেওয়া লাগছে। :p
No comments:
Post a Comment