Tuesday, December 17, 2019

Viva Experience No. 00017

#PDB_Viva_Experience
#Mechanical
Viva Board: 6 members
Viva Time: 8-10 Min
১.নাম কি?
২.কোথায় থেকে পাশ করেছো??
৩.বাড়ি কোথায়?।
৪।.পাওয়ার প্ল্যান্ট এর জেনারেশন কিভাবে হয় তার লাইনটা বলতে পারবে??
-স্টীম টারবাইন পাওয়ার প্ল্যান্ট এর পুরো ব্যাখ্যা দিলাম
৫.আচ্ছা তুমিতো স্টীম টারবাইন এর কথা বললে এটা কোন সাইকেলে চলে??
-র্যাঙ্কিন সাইকেল 
৬.র্যাঙ্কিন সাইকেল আঁকতে বললেন
৭. সুপারহিটিং অংশ দেখিয়ে বললেন এখানে কি ইউস করা হয়??
-সুপারহিটার
৮. সুপারহিটার ছাড়া আর কি দিয়ে সুপারহিটিং অংশে হিটিং করা যায়??
-রিহিটার
৯. কিভাবে করা যায়?
-২টি টারবাইন পাশাপাশি লাগিয়ে কিভাবে করা যায় ব্যাখ্যা দিলাম।।
১০. Blow Down কি?
-বয়লারের স্কেল/সেডিমেন্ট বের করে দেয়ার প্রসেস।
১১. এক্সট্রাকারিকুলার এক্টিভিটিস কি?
-ফুটবল,ক্রিকেট খেলতাম..সার্টিফিকেট নেই বাট আমাদের টীম ইন্টার ব্যাচ ফুটবলে চ্যাম্পিয়ন হইসে. আমি সর্বোচ্চ গোলদাতা ছিলাম.(যদিও পরে মনে পরে আমি ইন্টার সেকশনে সর্বোচ্চ গোলদাতা ছিলাম :P )
১২. পিডিবিতে কেন আসতে চাও??
-আসলে আমাদের লাস্ট টার্মে যখন পাওয়ার প্লান্ট পড়াতো স্যাররা সবসময় পিডিবির কথা বলতো, পিডিবির ডাটা ইউস করতো.আসলে তখন থেকেই পিডিবির প্রতি আলাদা আগ্রহ কাজ করতো। এছাড়া সরকার এখন বিদ্যুৎ এর গুরুত্ত অনেক দিচ্ছে তাই দেশের জন্য কিছ্ করার জন্য পিডিবিতে আসতে চাই.
১৩. এখন কিছু করসো??
-বুয়েটে মাস্টার্স করসি আর সরকারি জব এর জন্য প্রিপারেশন নিচ্ছি
১৪. তাহলেতো জব হলেতো মাস্টার্স করতে পারবেনা
-আসলে আমি সরকারি জবকেই মেইন টার্গেট করেছি মাস্টার্স ব্যাকআপ.
১৫. SDG কি?? এর লক্ষ্য কি কি??
-Sustainable development Goals..৭-৮টা বলার পর বলল বিদ্যুৎ নিয়ে কি লখ্য..কোয়ালিটি বিদ্যুৎ সবাইকে সাপ্লাই দেয়া.(ভাব দেখে বুঝলাম হয়নাই).
১৬. BIMSTEC, CIRDAP ?? Head quarter??
-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
-Centre on integrated rural development for asia pacific
-dhaka
১৭.UNESCO ?? Head quarter??
-United Nations Educational Scientific and Cultural Organization
-Neywork (paris হবে)
১৮. NAM ??headquarte???
-Non aligned Movement..headquarter নেই.
১৮. বিসিএস দিবা??
-না স্যার
এছাড়া সার্টিফিকেট নিয়ে জিজ্ঞেস করসে
okay এবার আসতে পারো.

No comments:

Post a Comment