Monday, July 15, 2019

Viva Experience No. 00004


APSCL viva Experience
#EEE

Viva Time : Approximate 3.00 PM
Viva Board: 4 members

Me: সালাম দিয়ে ভেতরে ঢোকার অনুমতি চাইলাম

member 1 : ইশারায় আসতে বললেন এবং আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেনঃ বসেন বসেন [ দিন খুব বৃষ্টি হয়েছিল বলে কিছুটা ভেজা অবস্তায় ছিলাম ]

member 2: নাম বলতে বললেন , কোথা থেকে পাশ করেছি আর আগে কোথাও চাকরি করেছি কিনা জানতে চাইলেন [ Name , university , present job]

Me: এক এক করে বললাম

member 1: পূর্বের চাকরির সুত্র ধরেই বললেন : ট্রান্সফরমার টেস্ট করতে পারেন? কী কী টেস্ট করা লাগে জানেন? [ How to test transformer , which tests are needed to be done ?]

Me: যতটুকু জানি বললাম

member 2: একটা Special test এর নাম বলায় সেটা নিয়ে জানতে চাইলেন : DGA Test কি কি Gas Analysis করা হয় ? Tan delta test দিয়ে কি মাপা যায় ? [ In DGA test which gases can be analyzed ]
Me: যতটুকু জানি বললাম [ মোটামুটি সন্তুষ্ট মনে হল তাকে ]
member 3: আচ্ছা Transformer এর maximum efficiency কেমন হয় বলতে পারবে ? [What is the maximum efficiency of transformer]
me: বললাম ( ৯৫-৯৮ % )
member 3: তাহলে Generator & Motor এর efficiency এর চেয়ে কম হয় , কারণ টা বলতে পারবে ? [ why efficiency of Generator & Motor is less than transformer]
me: আমি moving part এর কথা বললাম ( friction and windage loss বেশি ) [ তারা আরো কিছু Ans শুনতে চাচ্ছিলেন ]
member 4: OK, আগে কোন Power Station visit করেছো ? [ have you ever visited power plant ?]
Me: জি ( Powerpac, United Power )
member 4: ওদের fuel কি ছিল ? [ What was the fuel in that power plant]
Me: HFO & Natural Gas.
member 4 : আর কি কি Fuel use করা হয় বাংলাদেশ ? [ what else fuels are used in power plant of Bangladesh]
Me: Coal, Hydro, HSD .
member 4: বাংলাদেশ hydro base power আমদানি এর কথা চিন্তা করছে , তুমি কি বলতে পারবে কোন দেশ থেকে সেটা ? [ Bangladesh is thinking aboput importing hydro based power, can u tell from which country ?]
Me: Question এর সাথে পরিচিত ছিলাম না
member 4: সেটা বুঝতে পেরে উনি বললেন , Common sense খাটিয়ে বলো
Me: India ( তাদের ভঙ্গি দেখে বুঝলাম হয়নি ) না না , Nepal.
member 4: শুধু বললেন , হুম ঠিক বললাম না ভুল বললাম বুঝতে পারলাম না
member 1: Induction motor start, Synchronous Generator Parallel Condition , আরো - টা departmental question ধরলেন [ how induction motor is started ? ]
Me: কম-বেশি পেরেছি মনে হল
member 4: ওখানে তো ভালোই Salary পান , এখানে আসতে চাচ্ছেন কেন ?
Me: আমি বললাম , আমি এতদিন Power system equipment নিয়ে কাজ করেছি , আর এখানে এলে আমি সরাসরি সেই equipment গুলা working অবস্থায় দেখতে পাব , এটা আমার জন্য অবশ্যই একটা প্রাপ্তি হবে আর এই কোম্পানি বাংলাদেশের ১০% এর বেশি Electricity supply দিয়ে থাকে , তাই এখানে আসতে পারলে আমার মনে হবে আমি দেশের জন্য কিছুটা হলেও অবদান রাখতে পারছি
All Member : সবাই কম-বেশি Satisfied হলেন
Member 1: আচ্ছা , এবার আপনি আসতে পারেন আর যাওয়ার সময় next candidate কে আসার জন্য বলবেন [ কোন কারনে যে ব্যক্তি ডেকে ডেকে নিয়ে যাচ্ছিলেন তিনি সময় অনুপস্তিত ছিলেন ]
me: আমি আবার সবাইকে সালাম দিয়ে বের হয়ে এলাম

No comments:

Post a Comment