Thursday, July 18, 2019

BFDC AE(ME) 28.06.2019

BFDC AE(ME)  28.06.2019

ক-বিভাগ
(আবশ্যিকভাবে উত্তর দিতে হবে)


১. “বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্পর্কে অনুচ্ছেদ লিখুন।
২. মূলভাব লিখুনঃ
সত্য ওজন দরে বা গজের মাপে বিক্রয় করা হয় না । তাহা ছোট হইলেও বড়। পর্বত পরিমাণ খড়বিচালি স্ফলিঙ্গ পরিমাণ আগুনের চেয়ে বড় কিন্তু আসলে বড় নহে । সমস্ত সেজের মধ্যে যেখানে সলিতার সূচাগ্র পরিমাণ মুখটিতে আলো জ্বলিতেছে সেখানেই সমস্ত সেজটার সার্থকতা ।তেলের নিম্নভাগে অনেকখানি জল আছে , তাহার পরিমাণ যতই হোক ,সেটাকে আসল জিনিস বলিবার কোন হেতু নাই । সমস্ত সমাজই সমাজ প্রদীপের আলোটুকু যাঁহারা জ্বালাইয়াছেন,তাঁহারা সংখ্যা হিসাবে নগণ্য, সভ্য হিসাবে তাঁহারা সমাজে অগ্রগণ্য । তাঁহারা দগ্ধ হইতেছেন, আপনাকে তাঁহারা নিমেষে ত্যাগ করিতেছেন ,তবু তাঁরাই দীপ্যমান ।
৩. Write a paragraph on "city life in Dhaka"
৪. ইংরেজিতে অনুবাদ করুনঃ
সময়নিষ্ঠা অনুশীলন করতে হবে এবং একে অভ্যাসে পরিনত করে তুলতে হবে। এই গুঙ্কে বাল্যকাল থেকেই আমাদের সমস্ত কাজের মধ্য দিয়ে অর্জন করতে হবে। বাল্যকাল হচ্ছে বীজ বপনের সময়। এই সময়ে গড়ে ওঠা অভ্যাস আমাদের সমস্ত জীবন ধরেই চলবে। ‘ঠিক সময়ে ঠিক কাজ’ আমাদের মূলনীতি হওয়া উচিত।
৫. বাংলাদেশ হতে কোন কোন দেশে মাছ রপ্তানি করা হয়?
৬. বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এ বোলার হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড কোন কোন খেলোয়াড়ের ?
৭. কোন সালের কত তারিখে মুজিব নগরে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন?
৮. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
৯. বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কবে প্রকাশিত হয়?
১০. GMT কী?
১১. বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎ প্রজনন কেন্দ্র কোনটি?
১২. সুন্দরবন বানহ্লাদেশের কোন কোন জেলা নিয়ে অবস্থিত?
১৩. UNICEF এর পূর্ণরূপ
১৪. জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থ বছরে কত টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে?

খ-বিভাগ

মেকানিক্যাল


১. থার্মোডাইনামিক্স এর সূত্র কয়টি ও কি কি?
২. এক্সটেন্সিভ এবং ইন্টেন্সিভ প্রোপার্টির বলতে কি বুঝায় ?
৩. বয়লার কি? বয়লার মাউন্টিংস এবং এক্সেসরিজ কি? উদাহরণ লিখুন ?
৪. কার্নো সাইকেলকে কেনো নন ভায়াবল সাইকেল বলা হয়
?
৫. সান্দ্রতা কি? তাপমাত্রার সাথে সান্দ্রতার সম্পর্ক কি।
৬. ল্যামিনার ও টার্বুলেন্ট ফ্লো এর পার্থক্য লিখুন ?
৭. Ton of refrigeration কি? Refrigerant এর বৈশিষ্ট লিখুন
৮. COP কি? Refrigerator heat pump এর প্রধান পার্থক্য কি
৯. ইঞ্জিন ও মেশিনের মধ্যে পার্থক্য কি ? ডিজেল ও পেট্রোল ইঞ্জিনের পার্থক্যগুলো কি কি?
১০. কাটিং ফ্লুইড এর কাজ কি? কাটিং টুল ও কাটিং ফ্লুইড এর প্রধান বৈশিষ্ট লিখুন ?

No comments:

Post a Comment